আদ্ধাতিক
আগাম শপিং মৃত্যুর জন্যও!
0
জ্যান্ত অবস্থায় কবর দেওয়ার কথা ভাবলেই যেন গা শিউড়ে ওঠে। তার ওপর আবার মারা যাওয়ার পর কেমনভাবে সাজগোজ করা হবে, দেখতে কেমন লাগবে এবং কি
জামা পরবেন; কখনও কি তা ভেবে দেখেছেন? মৃত্যুর পর যে জামা পরবেন এখন থেকে তা কিনেও রেখে দিতে পারেন। জাপানের প্রচলিত একটি ফেস্টিভ্যাল হল ‘শাকাতসু ফেসতা’। শাকাতসু কথার অর্থ হল মরার জন্য প্রস্তুতি। অন্ততপক্ষে ৫ হাজার মানুষ এই ফেস্টিভ্যালে যোগদান করেছিলেন। এমনকি কোন কফিনের সঙ্গে কোন জামা ম্যাচ করবে সেটাও দেখে নিলেন তারা। কীভাবে? মৃত্যুকালীন জামা পরে কফিনের ভেতর চোখ বুজে শুয়ে নিজেদের ফটো তুললেন। এই ফেস্টিভ্যালে মোট ৫০টি কফিন কোম্পানি এসে যোগ দিয়েছিল।
জামা পরবেন; কখনও কি তা ভেবে দেখেছেন? মৃত্যুর পর যে জামা পরবেন এখন থেকে তা কিনেও রেখে দিতে পারেন। জাপানের প্রচলিত একটি ফেস্টিভ্যাল হল ‘শাকাতসু ফেসতা’। শাকাতসু কথার অর্থ হল মরার জন্য প্রস্তুতি। অন্ততপক্ষে ৫ হাজার মানুষ এই ফেস্টিভ্যালে যোগদান করেছিলেন। এমনকি কোন কফিনের সঙ্গে কোন জামা ম্যাচ করবে সেটাও দেখে নিলেন তারা। কীভাবে? মৃত্যুকালীন জামা পরে কফিনের ভেতর চোখ বুজে শুয়ে নিজেদের ফটো তুললেন। এই ফেস্টিভ্যালে মোট ৫০টি কফিন কোম্পানি এসে যোগ দিয়েছিল।

কোন মন্তব্য নেই